1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বাঙ্গরায় খালের উপর সেতু না থাকায় মানুষের দুর্ভোগ চরমে! বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান করা গুরুত্বপূর্ণ – কানিজ ফাতেমা জুলাই গণঅভ্যুত্থান: জনগণ কতটুকু পেল সেই প্রাপ্তির স্বাদ? মুরাদনগরে পুকুরে গিলে খাচ্ছে এলজিইডি সড়ক ডিমলায় ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা”সমাবেশ কুমিল্লার দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে স্ব্রীকে ২ বন্ধু পালাক্রমে ধর্ষণ: গ্রেফতার-২ মৌলভীবাজারে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন ভাঙ্গার পূর্ব আলগীতে জমি বিরোধে উত্তেজনা: নিজের লাগানো মেহগনি গাছ কাটতে বাধা

নগরকান্দায় রাস্তা কেটে ভাই ও প্রতিবেশীর সাথে শত্রুতা,থানায় অভিযোগ

নগরকান্দা (ফরিদপুরপ্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন এর সাভার গ্রামে চলাচলের রাস্তা কেটে ভাই ও প্রতিবেশীর সাথে শত্রুতা করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার লস্করদিয়া ইউনিয়ন এর সাভার গ্রামের মৃত জয়নদ্দিন মিয়ার ছেলে মোঃ আব্দুর রাজ্জাক মিয়া (৪৬) তার বড় ভাই মোঃ নেছার আলী মাতুব্বর (৫৬) এর নিকট থেকে প্রায় ১ যুগ আগে ৩ লাখ টাকা বাজার মূল্যে ২ লাখ ৫০ হাজার টাকা অগ্রীম দেয় এবং বাকি ৫০ হাজার টাকা পরে দেয়ার কথা সিদ্ধান্ত হয় বলে অভিযোগে উল্লেখ করেন।এমনত অবস্থায় কয়েকটি বাড়িতে চলাচলের জন্য উক্ত জমির উপর দিয়ে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মাটির একটি রাস্তা করা হয়।

আশপাশের কয়েক বাড়ির লোকজনের বাড়ি থেকে হাটবাজার, স্কুল – কলেজ, অফিস – আদালতে, ফসলের মাঠে যেতে চলাচলের একমাত্র রাস্তাটি বিবাদী মোঃ নেছার আলী মাতুব্বর গংরা দলবদ্ধ হয়ে রাস্তার মাটি কেটে নিয়ে বড় বড় গর্তের সৃষ্টি করে। রাস্তার উপর বাঁশ ফেলে কলা গাছ লাগিয়ে পথ আটকিয়ে দেয়। যে কারণে রাস্তা দিয়ে বাড়ি লোকজন কেউ চলাচল করতে পারছেনা।
রাস্তা থেকে মাটি কেটে নিয়ে যাওয়া সহ মারধর করার হুমকিতে আইনের আশ্রয় নেয় মোঃ আব্দুর রাজ্জাক মিয়া।তিনি ইউপি চেয়ারম্যান, ইউএনও, থানায় মোঃ নেছার আলী মাতুব্বর সহ ৯ জনের নামে অভিযোগ করেন।

ছোট ভাই মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ২০১৪ সালে বড় ভাই মোঃ নেছার আলী মাতুব্বর (৪৬) এর নিকট থেকে রাস্তা করার জন্য ০১.৫০ শতাংশ জমি কিনি। ৩ লাখ টাকার মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা ভাইয়ের হাতে নগদ দেই এবং বাকি ৫০ হাজার টাকা কয়েক মাসের মধ্যে দিলে জমি দলিল করে দিবে। আমি ঢাকায় থাকি পরিবার নিয়ে। মাঝেমধ্যে বাড়িতে আসি । ভাইকে টাকা নিয়ে জমি দলিল করে দিতে বলি কিন্তু আজকাল করে কালক্ষেপন করে।ক্রমেই জমির দাম বেশি হওয়ায় জমি লিখে না দিয়ে উল্টো
ভাই সহ তার লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, ঢাল, সুরকি, কোদাল নিয়ে রাস্তার মাটি কেটে তার বাড়িতে নিয়ে গেছে। রাস্তা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ায় আমরা সহ আমাদের প্রতিবেশী কেউই রাস্তা দিয়ে যেতে পারছিনা।আমি বাদী হয়ে আমার ভাই সহ তাদের সহযোগীদের নামে থানায় অভিযোগ সহ আদালতে তাদের নামে মামলা করেছি।

এবিষয় বিবাদী মোঃ নেছার আলী মাতুব্বর বলেন, আমার কেনা জমির উপর দিয়ে আমার ছোট ভাই আব্দুর রাজ্জাক তার লোকজন এনে জোরপূর্বক রাস্তা করে।আমি সে সময় বাধা দিতে পারিনি। এখন রাস্তার মাটি কেটে জায়গা পরিস্কার করছি।টাকা নেওয়া ও জমি বেচাকেনা করার কোন কথা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট