
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে”।
তিনি বলেন, সবার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে,এটাই বিএনপির অঙ্গীকার।
মঙ্গলবার বিকালে নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির আয়োজিত সংসদ নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক ও সাবেক বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু, ঢাকা উত্তর মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী মিয়া, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, শাকিবুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শরিফ গোলজার আহমেদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।