ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির নামে এক যুবক।
১১ অক্টোবর শনিবার সকালে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়ে রাজু ফকির। তিনি ওই গ্রামের আজগার ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন। শনিবার ১১ অক্টোবর সকালে পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রাজু নিজ ঘরে আগুন ধরিয়ে দেন।
আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দবির উদ্দিন । তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এলাকাবাসীরা জানান, রাজু দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।
১১ অক্টোবর ২০২৫: