ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের রিক্সা মার্কার সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ৪ নং ফুকুরহাটি গ্রামের ক্বারী সাহেবের বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন,
“ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে একটি আধুনিক রাষ্ট্র গঠনে রিক্সা মার্কায় ভোট দিন। আমি আপনাদের এলাকার সন্তান। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের উচ্ছ্বাস এবং সাড়া দেখে আমরা আনন্দিত। আমাদের দল কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল বা ফ্ল্যাট দখলের সাথে জড়িত নয়। ইসলামিক দল ক্ষমতায় গেলে অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে পাশে থাকবে। পাশাপাশি মাদক নির্মূল ও সন্ত্রাসমুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিব।”
বক্তৃতার পাশাপাশি তিনি নানা শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, সহ-সভাপতি হাফেজ মাহবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্, সহ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান, পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাহামুদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আবরারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উঠান বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন ক্লাব উদ্বোধন করেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।
ক্লাব উদ্বোধন উপলক্ষে তিনি বলেন,
“এই ক্লাব হবে মানুষের মিলনমেলা ও জনসেবার কেন্দ্র। এখান থেকে আমরা শিক্ষামূলক, সামাজিক ও রাজনৈতিক সচেতনতার কাজ চালিয়ে যাব। জনগণের সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য।”
উদ্বোধন শেষে ক্লাবের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত অতিথি ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।