বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় পলাতক আরও ষোলজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত ব্যাপী ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী সদর ফাঁড়ি, পাকশী ইপিজেড ফাঁড়ি, ও রূপপুর ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ,স,ম,আব্দুন নূর জানান, পুলিশ সুপারের নির্দেশ ও গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১২(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি মতলেবুর রহমান মিনহাজ ফকিরকে পৌর এলাকার পাবনা রোডস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও যৌথ অভিযানে দাশুড়িয়া খয়েরবাড়ী গ্রামের মোত্তালেবের ছেলে মনিরুল ইসলাম,চরসলিমপুরের আক্তার সরদারের ছেলে হাবিবুর সরদার,শহরের বস্তিপাড়ার মৃত খোরশেদের ছেলে মিজান,পূর্বটেংরীর মঞ্জুর হোসেনের ছেলে সোহাগ হোসেন ও পিয়ারপুরের নূর আলীর ছেলে শফিকুল ইসলামসহ আরও ১৬ জনকে গ্রেফতার করার পর রবিবার বিকেলে তাদেরকে পাবনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।