আসসালামুআলাইকুম, প্রিয় পাঠক পাঠিকা। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। বন্ধু কথাটি বলা যতটা সহজ ততটা সহজ কিন্তু এর মানে হয়। বন্ধুত্বকে ঘিরে আমাদের জীবনের অনেক কিছুই নির্ভর করে থাকে। একটা মানুষের জীবনে অন্যায় ধরনের সমস্যা থাকে, বিশেষ করে মানসিক সমস্যা অনেক বড় একটি সমস্যা।
একজন ভালো বন্ধু, যেকিনা আপনার মানসিক সমস্যার সময় আপনার কাধে হাত রেখে বলে ‘ কি হয়েছে? আমি তো আছি। তাই বন্ধু ছাড়া সত্যি জীবন কল্পনা করা সম্ভব নয়। এর আগে আমরা বন্ধুদের নিয়ে বিভিন্ন ক্যাপশন, স্ট্যাটাস, গল্প শুনেছি। আজকে আমার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা।
আমার প্রিয় বন্ধু্ টাঙ্গাইল মেইন রোডে অবস্থিত প্রখ্যাত ও প্রবীণতম প্রতিষ্ঠান “নিউ ললিতা মেডিক্যাল হল” এর মালিক সুব্রত দত্ত সাথে আমার বিগত ৩৫ বছর পর আজ টাঙ্গাইলে তার বাসায় সাক্ষাৎ হয়। দীর্ঘ
সময় পর বন্ধুটির সাথে আমার দেখা। আনন্দ আপ্লুত
হয়ে পড়ি দু’ বন্ধু। আমার ও তার পরিবারের সদস্যদের
খবরাখবর নিতে দীর্ঘক্ষণ তার সাথে সময় কাটাই। আমার বন্ধুর মিসেস দারুণ আপ্যায়ন করে। বন্ধু টি আমার মতো সাহিত্যমনা,সে ব্যাপারেও কথা হয়।
আমাদের দু’ বন্ধুর জন্য সবাই দোয়া করবেন।