
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১০ জানুয়ারি শনিবার বেলা ১২ টায় এ উপলক্ষ্যে পত্রিকাটির স্থানীয় প্রতিনিধি’র উদ্যোগে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ হোসেন, নজিবুল্লাহ, দৈনিক সকালের সময় পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হাসিব, পাঁচবিবি প্রেসক্লাবের সহ সভাপতি দুলাল অধিকারী, সিনিয়র সাংবাদিক সাকোয়াত হোসেন, আকতার হোসেন বকুল, বাবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সংবাদপত্র ও সাংবাদিক সমাজের আয়না স্বরূপ। তিনি অত্র উপজেলার বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সঠিক সংবাদ তুলে ধরার আহবান জানান।