
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী এক বিশাল ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি, ২০২৬) খালাশপীর দারুল-হুদা ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘তারুণ্যের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সর্বমোট ৫৯০ জন রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এই কার্যক্রমে রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধসমূহ বিনামূল্যে সরবরাহ করেছে দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী বিশেষজ্ঞগণ হলেন:
মেডিসিন: ডাঃ শুভ কুমার রায় (MBBS-RAJ, CCH, CMU)।
গাইনি: ডাঃ জেরিন তাসনিম (MBBS, CMU)।
চক্ষু: মোঃ আবু সাঈদ মিয়া (DMF-ঢাকা, DOLD-ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া)।
দন্ত: মোঃ রহিদুল ইসলাম (DID, BDA, MBA)।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় তাদের এই মানবিক প্রচেষ্টা। এক দিনে ৫৯০ জন রোগীকে সেবা দিতে পারা এবং শরীফ ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ সহায়তা পাওয়ায় সংগঠনের সদস্যরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।