
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা উপজেলায়, ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) নির্বাচন (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
২৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুম এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে রংপুর জেলা ফারিয়ার সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যান্য কমিশনার ছিলেন এসিআই ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সিনিয়র রিপ্রেজেনটিভ জনাব মোঃ আইনুল ইসলাম,
এস কে এফ ফার্মাসিটিক্যাল লিমিটেড এর জনাব মোঃ শামসুল হুদা,
লিজেন ফার্মাসিটিক্যাল এর সিনিয়র রিপ্রেজেনটিভ জনাব মোঃ আলমগীর হোসেন,
স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর সিনিয়র রিপ্রেজেন্টেটিভ জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক।
ইউনিয়ন ফার্মাসিটিক্যাল এর এরিয়া ম্যানেজার জনাব মোঃ রিপুল ইসলাম।
নাফকো ফার্মাসিটিক্যাল এর এরিয়া ম্যানেজার জনাব মোঃ আপেল মাহমুদ।
এতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ভোটার ছিল ৭৮ জন। তাদের মধ্যে ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মোঃ মিরাজে আজম(লেবু)।
এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রাজু মিয়া ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোঃ রতন মিয়া নিয়ে পান ৩৭ভোট।
৪টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন জনাব মোঃ বেলাল হোসেন। ফলাফল ঘোষণা সাথে সাথেই নব-নির্বাচিত নেতৃবৃন্দ অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখের পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনার, উপদেষ্টা পরিষদ এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো গতিশীল ও এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জনাব মোঃ রিপন মিয়া। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় মোঃহাফিজুর রহমান ২০ ভোট পেয়ে পরাজিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাকির হোসেন ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুজাহিদ পেয়েছেন ২২ ভোট।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম
প্রচার সম্পাদক পদে মোঃ রাসেল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক পদে মোঃ মইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন।
সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শাফিউল ইসলাম শাফি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে ১২টি পদে সর্বমোট ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অর্থ সম্পাদক/কোষাধক্ষ্য পদে মোঃ আবু সায়েম সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত এই কমিটি আগামী ২ বছর তাদের দায়িত্ব পালন করবে।