1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার মুরাদনগরে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান হলেন যারা বোয়ালখালী গোমদন্ডীপাইলট স্কুলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বছরজুড়ে বালু উত্তোলন চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুলে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাঁচবিবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল কুমিল্লা-৩ মুরাদনগর আসনে পীরজাদা এমদাদুল হকের গণসংযোগ

গাজীপুরের কাশিমপুরে সশস্ত্র হামলা: ৩ নারী আহতসহ শ্লীলতাহানির অভিযোগ

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

গাজীপুর  জেলার কাশিমপুর থানাধীন সুরুপাইতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে এক পূর্বপরিকল্পিত সশস্ত্র হামলায় তিন নারী আহত হয়েছেন। হামলার সময় ছিনতাই, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগও ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানাযায়,কিাশোর গ্যাং ও ভাড়াটে খুনিরা প্রতিনিয়ত এলাকায় ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। সন্ত্রাসী হামলায় গৃহবধূ মোছাঃ সুরাইয়া আক্তার (২৭) গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁর মাথার দিকে ধারালো রামদা দিয়ে কোপ মারতে গেলে তিনি হাত তুলে আত্মরক্ষার চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা আঙুলে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং দুই আঙুলের রগ কেটে যায় বলে পরিবার জানায়।সুরাইয়াকে বাঁচাতে এগিয়ে এলে মোছাঃ আকলিমা বেগম আমিনা (৫৫)–কে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর কনুই ও গালে কাটা এবং থেঁতলে যাওয়া আঘাত লাগে। আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর,মোছাঃ নাছিমা: ৮৮০৭/১৫,মোছাঃ আকলিমা: ৮৮০৬/১৪,মোছাঃ সুরাইয়া আক্তার: ৮৭৯৯/৭,তাঁরা সবাই ২৭/১১/২০২৫ তারিখ থেকে চিকিৎসাধীন আছেন। রাজনৈতিক প্রভাবের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ আহতদের পক্ষ থেকে মোছাঃ নাছিমা বেগম (৩৯) বাদী হয়ে কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগকারীর দাবি—আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ শুধু অভিযোগ নেওয়া ছাড়াও কোনো ব্যবস্থা নেয়নি। নাছিমা বেগম বলেন, “সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল। নাছিমার অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন মোঃ রিপন মোল্লার নেতৃত্বে মোঃ বিল্লাল হোসেন, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, মোছাঃ কাকলী আক্তারসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জন বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তিনি জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ঘরে লুটপাট চালায়। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। আমরা থানা পুলিশকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ভূক্তভোগীরা জানায়, ছিনতাই–শ্লীলতাহানির অভিযোগ অভিযোগে বলা হয়েছে, হামলার সময় মোছাঃ কাকলী আক্তার নাছিমার গলা থেকে এক ভরি স্বর্ণচেইন (মূল্য প্রায় ২ লক্ষ ১২ হাজার টাকা) এবং তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেন। এছাড়া মোঃ বিল্লাল হোসেন সুরাইয়ার চুল ও জামাকাপড় টেনে শ্লীলতাহানি করেন, যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অভিযোগে আরও উল্লেখ আছে, ঘটনাস্থলে এসআই আরিফুল হক উপস্থিত থাকলেও নারী পুলিশ ছাড়াই এ হামলা সংঘটিত হয়। এমনকি ওসি মনির হোসেন তাঁকে ঘটনাস্থলে পাঠালেও হামলাকারীদের আঘাত–ভাঙচুর ঠেকাতে পারেননি। অভিযোগকারীদের দাবি—পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা জমি দখলের সুযোগ নিচ্ছিল। নাছিমা বেগম জানিয়েছেন, দীর্ঘদিনের জমি–সংক্রান্ত বিরোধের জেরেই এই সশস্ত্র হামলা, ছিনতাই, শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। স্থানীয় সূত্র জানায়, অভিযোগে জমি নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও নানা অপতৎপরতার অভিযোগ ছিল। তবে এ বিষয়ে কাশিমপুর থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। প্রয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেয়া হবে। ভুক্তভোগীদের দাবি: দৃষ্টান্তমূলক শাস্তি চাই । আমরা নিরীহ মানুষ। নারীদের ওপর এমন বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।তিনি সাংবাদিকদের কাছে চিকিৎসাপত্র ও হাসপাতালের রেজিস্ট্রেশন কপিও উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট