
চট্রগ্রাম জেলার বোয়ালখালীতে শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল অনুমান ৪ টায় বোয়ালখালী উপজেলর আমুচিয়া ইউনিয়নের পুর্ব ধোরলা,কালাইয়ার হাট এলাকায় স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-৯৪৩১ মেজর মোঃ রাসেল প্রধান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ লিটার দেশীয় মদ, ০৭ (সাত) টি দেশীয় অস্ত্র,মদ বিক্রির নগদ ৯৪১০০ (চুরানব্বই হাজার একশত) টাকা এবং ০৪ টি মোবাইল ফোন সহ ০১ জন মদ ব্যবসায়ী ও সন্ত্রাসী (মোঃ ফারুক) কে গ্রেফতার করা হয়। এই মদ ব্যবসায়ী ও সন্ত্রাসী দীর্ঘদিন ধরে বোয়ালখালী থানার আমুচিয়া ইউনিয়ন এলাকায় মদ বিক্রি করে আসছিল যার ফলে ঐ এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল।গ্রেফতারকৃত ফারুক উপজেলার ঘোশখীল গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে বলে জানাগেছে।পূর্ব ধোরলা ঘুষের বাড়ী,সেনের বাড়ী এলাকায় রুবেল ঘোষের দুইটি বিশালাকার পাইকারি মদেল আস্তানা রয়েছে ঐ সব আস্তানায় বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও রুবেল ঘোষ কে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী বারবার ব্যর্থ হয়। ঐ মাদক ব্যবসায়ী রুবেল ঘোষ বোয়ালখালী সহ চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় তার আস্তানা থেকে মদ সাপ্লাই দিয়ে আসছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি মাদক ব্যবসায়ী রুবেল ঘোষ কে আটক করে তার মাদক ব্যবসার আস্তানা গুড়িয়ে দেওয়ার দাবি জানান।