
“:হাত ধোয়ার নায়ক ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ১৫ অক্টোবর বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির শিক্ষার্থীদের হাত ধোয়ার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসে জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাইমুজ্জামান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়দেব কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অসীম কুমার দাস, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়া সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
১৫ অক্টোবর ২০২৫