
টাঙ্গাইল বাসাইলে পরিত্যক্ত অবস্থায় ১৪ বস্তা ঘোড়ার মাথা চামড়া ভুঁ-ড়ি সহ হাড় উদ্ধার মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নাইকানীবাড়ি মাদ্রাসার পশ্চিম পাশে বাসাইল – নলুয়া রোডের দক্ষিণ পাশে রাতের আধাঁরে ১৪টি বস্তায় ঘোড়ার উচ্ছিষ্ট (মা-থা, চামড়া, ভুঁড়ি, হা-ড়) ফেলে যায় দুর্বৃত্তরা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে সেগুলো উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা- ঘোড়ার মাংস গুলো গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে র্দুবৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে এবং ভোর হয়ে যাওয়ার কারনে এই উচ্ছিষ্ট (মাথা, চামড়া, ভুঁড়ি, হাড়) গুলো ফেলে গেছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দীন জানান পরিত্যক্ত অবস্থা থেকে পাওয়া উচ্ছিষ্ট ( মাথা, চামড়া, ভুঁ-ড়ি, হাড়) গুলো প্রাণীসম্পদ কর্মকর্তা দ্বারা পরীক্ষা করে দেখা যায় মা-থা, চামড়া, ভুঁড়ি ও হাড়গুলো ঘোড়ার। পরবর্তীতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মী দ্বারা বস্তাগুলো ফেলে দেয়া হয়েছে।