
ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ্ গ্রামের মৃত গনি সরদারের ছেলে শাহাআলম সরদার (৫০) কে কুপিয়ে গুরুতর আহত করায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৩ অক্টোবর সোমবার রাত প্রায় ৮ টার সময় রামনগর কালী খোলা নামক স্হানে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে কুপিয়ে গুরুতর আহত করে।স্থানীয়রা শাহ আলম সরদার কে আহত অবস্থায় নগরকান্দা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শাহাআলম সরদার বলেন ” আমার দ্বিতীয় স্ত্রী পারুলী বেগম (৪০) মোবাইলে পরকীয়া করে এবং আমি কথা বার্তার সময় হাতেনাতে বিষয়টি ধরি।দুটি ছেলে রেখে আমার বাড়ি থেকে সে না বলে চলে যায়। ৩০ সেপ্টেম্বর আদালতে ১০০ ধারায় মামলা করি।মামলা চলমান।আমি স্যানেটারী বানিয়ে বিক্রি করি।কালী খোলা এক লোকের নিকট থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আমার স্ত্রী পারুলী বেগম, পারুলী বেগমের ছেলে জিহাদ শেখ (২২),পারুলী বেগম এর ভাই হাদিছ শেখ (৩৫) সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন আমাকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে “।এছাড়া আমার কাছে থাকা টাকা কেড়ে নেয়।আমার শশুর বাড়ি বিলনালিয়া( রাহুতপাড়া)।শশুর এর নাম মৃত গনি সরদার। স্হানীয় লোকজনের সোর চিৎকারে অপরাধীরা একটি গাড়ী ফেলে রেখে চলে যায়। আহতের স্বজনরা জানানএবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
১৩ অক্টোবর ২০২৫