বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রওনকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিনহাজুল ইসলাম কমল নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিএফএ জয়পুরহাট জেলা কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মিনহাজুল ইসলাম কমল তার প্রতিদ্বন্দ্বী মোঃ আমিনুর রহমান সোয়াদকে ২ ভোটে পরাজিত করে বিজয়ী হন। সভাপতি সহ বাকি সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭ টি। এর মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন মন্ডল, আঃ রহমান আকন্দ, সুকুমার কন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ আমানুল্লাহ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন ডালিম, নির্বাহী সদস্য মোঃ আঃ লতিফ খান হেলাল, মোঃ মামুনুর রশিদ, মোঃ হুমায়ন কবির তালুকদার, মোঃ আব্দুল হাসিব, মোঃ আতোয়ার জাহান রুবেল এবং রাজেশ কুমার গুপ্ত।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএ জয়পুরহাট ইউনিটের সদস্য মোঃ ফজলুর রহমান আকন্দ। এছাড়া সদস্য হিসেবে ছিলেন মোঃ সাদাকাতুল বারী ও মোঃ মোস্তাফিজুর রহমান।
নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।