বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের ভেন্ডাবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৮অক্টোবর(বুধবার) উত্তর সোনাখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত মা সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ডাবলু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিপদ রায়,সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান,অভিভাবক নুরুজ্জামান, রাশেদ খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মা সমাবেশের মাধ্যমে মায়েদেরকে শিশু সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর ঘাটতিগুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি করা এবং পাঠের ক্ষেত্রে শিশুকে আরও আগ্রহী করে তোলা হয়। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুনগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সভায়।
মা সমাবেশে শতাধিক মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।