ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে
সোমবার, ৬ অক্টোবর বিকেল ৪টা থেকে –রাত ৮ ঘটিকা পর্যন্ত ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন আগামী নির্বাচনে আলোচিত প্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ।
গতকাল সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও জনপদে ঘুরে জনগণের দোয়া ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগের সূচনা হয় শিমুলবাজার থেকে। এরপর তিনি ক্রমান্বয়ে দিঘীরপাড় বাজার, মধুবাজার, ধানমাত্তা বটতলা এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করেন।
তাঁর প্রচারণা শেষে আজিমনগর বাজারে বিশাল জনসভা ও খিচুড়ি ভোজে অংশ নেন হাজারো মানুষ, যা পুরো এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
গণসংযোগ শেষে অনুষ্ঠিত খিচুড়ি ভোজে যোগ দেন হাজারো স্থানীয় জনগণ।
স্থানীয়রা বলেন,> “মুজাহিদ বেগ এমন একজন মানুষ, যিনি সব সময় মানুষের পাশে থাকেন। তাঁর মতো সৎ ও পরিশ্রমী প্রার্থী আমরা আগে পাইনি।”
স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরে এলাকায় মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
তিনি নিয়মিতভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন ও পৃষ্ঠপোষকতা, অসহায় ও দরিদ্রদের সহায়তা, মসজিদ-মাদ্রাসায় অনুদান, এবং শিক্ষার্থীদের উপকরণ বিতরণে সক্রিয় ভূমিকা পালন করেছেন।> “মুজাহিদ বেগের পরিবার মানবসেবায় অনন্য দৃষ্টান্ত। তাঁর বড় ভাই ডা. মহসিন বেগ একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, যিনি অসংখ্য দরিদ্র রোগীর বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। তাঁদের পরিবার সব সময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
স্থপতি মুজাহিদ বেগ বর্তমানে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই ফাউন্ডেশন ফরিদপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিয়মিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, ওষুধ ও চশমা বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এছাড়া তিনি বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল-এর কার্যক্রমেও পারিবারিকভাবে যুক্ত আছেন — যা ইতোমধ্যে হাজারো চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা দিয়েছে।
সমাজকল্যাণ ছাড়াও তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করতে নানা উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় নৌকাবাইচ প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষণায় তিনি নিয়মিত সহযোগিতা করে আসছেন।
এই গণসংযোগে মাঠপর্যায়ে সর্বক্ষণ সক্রিয় ভূমিকা পালন করেছেন তরুণ সমাজের দুই নিবেদিত কর্মী আল-আমিন ও রিফাত, যারা জনগণের মাঝে স্থপতি মুজাহিদ বেগের উন্নয়ন বার্তা ছড়িয়ে দেন।
স্থপতি মো. মুজাহিদ বেগ বলেন,> “আজিমনগরের জনগণই আমার শক্তি। তাঁদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত। উন্নয়ন, সেবা ও সততার প্রতিশ্রুতিতে আজিমনগরকে একটি মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন,> “আমি মানুষের পাশে থাকতে চাই— শুধু ভোটের সময় নয়, বরং সারাজীবন।”