সাভারে নববধূর আত্মহত্যা, পারিবারিক কলহে স্বামী ও শ্বশুর আটক
ঢাকার সাভারে পৌর এলাকার বক্তারপুরে পারিবারিক কলহের জেরে রাসিদা (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাতের এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দলিল লেখক খন্দকার মনিরের বাড়ির ভাড়াটিয়া রাসিদা মাত্র ১ মাস ২০ দিন আগে বিয়ে করেছিলেন সুমন (২৪) নামের এক যুবকের সঙ্গে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় পুলিশ আসার আগেই মানিকগঞ্জ শিবালয় থেকে মৃতের বাবা-মা এসে স্বজনদের সঙ্গে দেনদরবারে বসেন। স্থানীয় সূত্র জানায়, ৭০ হাজার টাকার বিনিময়ে একটি লিখিত চুক্তি করার চেষ্টা হলেও বাকি টাকা পরিশোধ নিয়ে দীর্ঘ দুই ঘণ্টা আলোচনা শেষে সমঝোতা ব্যর্থ হয়।
পরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়জুল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ সময় স্বামী সুমন ও তার বাবাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।