1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা প্রদান করা গুরুত্বপূর্ণ – কানিজ ফাতেমা জুলাই গণঅভ্যুত্থান: জনগণ কতটুকু পেল সেই প্রাপ্তির স্বাদ? মুরাদনগরে পুকুরে গিলে খাচ্ছে এলজিইডি সড়ক ডিমলায় ভেন্ডাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা”সমাবেশ কুমিল্লার দেবীদ্বারে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে স্ব্রীকে ২ বন্ধু পালাক্রমে ধর্ষণ: গ্রেফতার-২ মৌলভীবাজারে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুলে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন ভাঙ্গার পূর্ব আলগীতে জমি বিরোধে উত্তেজনা: নিজের লাগানো মেহগনি গাছ কাটতে বাধা আজিমনগরে স্থপতি মো. মুজাহিদ বেগের গণসংযোগে জনতার ঢল “জনগণের সেবাই আমার অঙ্গীকার” — স্থপতি মুজাহিদ বেগ।

টাঙ্গাইলের মধুপুর সাব-রেজিষ্ট্রি অফিস দুনীর্তি আর ভোগান্তির দরুন সেবাগ্রহীতারা হয়রানির শিকার

ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস এখন অনিয়ম, দুর্নীতি ও ভোগান্তির কেন্দ্রস্থলে পরিনত হয়েছে। সাবরেজিষ্টারের নাম নিয়ে অফিস স্টাফ এবং এক শ্রেণীর দলিল লেখক প্রকাশ্যে ঘুষ আদায় করছেন। ফলে জমি কেনাবেচার জন্য আসা মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন।

জানা যায়, জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে জমি বিক্রেতার স্বত্ব নিশ্চিত করার জন্য পর্চা, খাজনা-খারিজ, এনআইডি, ছবিসহ আনুসঙ্গিক কাগজপত্র নিশ্চিত হওয়ার পর সরকারি রেজিস্ট্রেশন ফি ১হাজার একশ টাকা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দলিল মূল্যের সাড়ে ৭ ভাগ ও পৌর এলাকায় সাড়ে ৯ভাগ হারে কর জমা দিতে হয়। তারপরই একটি দলিল সুষ্ঠুভাবে সম্পাদনের কথা। কিন্তু সেই নিয়ম অনেক সময় মানা হয়না।

কোন কাগজের ফটোকপি থাকলে ১০ হাজার, একই দাতার একাধিক দলিল হলে ৩হাজার, হেবা দলিলের ক্ষেত্রে ৩হাজার, হেবার ঘোষণাপত্র এবং দানপত্রে আয়কর বা টিন সার্টিফিকেট না থাকলে ৫ হাজার, বিক্রেতার জমির পর্চায় বাবা, মার নাম থাকলে ৫ হাজার, দাদা, দাদি, নানা, নানির নামে পর্চা থাকলে ১০হাজার, নামের সাথে ডাক নাম যুক্ত থাকলে ৫হাজার, বন্টন নামা দলিল ও রেজিস্ট্রি বায়নার ক্ষেত্রে ৫ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হয়। গত রবিবার ২৮ সেপ্টেম্বর আয়েজউদ্দীন আজাদ নামক একজন জমি ক্রেতা মধুপুর সাবরেজিষ্ট্রি অফিসে জমি ক্রয়ের দলিল করতে গিয়ে চরম হয়রানির শিকার হন।

টাঙ্গাইল জেলা রেজিষ্ট্রারের নিকট লিখিত অভিযোগে তিনি জানান, মধুপুর পৌরশহরের মালাউড়ি মৌজার মুহাম্মদ আব্দুল মজিদের ৬ শতাংশ জমি কেনার জন্য নিয়মানুযায়ী সকল সরকারি ফি ব্যাংকে জমার পর দলিল প্রস্তুত করে নিবন্ধনের জন্য সাবরেজিষ্ট্রারের নিকট কাগজপত্র জমা দেন। দলিল দাতা ৮১ বছর বয়সী আব্দুল মজিদ শারিরীকভাবে অসুস্থ হওয়ায় হুইল চেয়ারে করে দুপুর ১২টায় অফিসে নিয়ে আসা হয়। সাবরেজিষ্ট্রার অঞ্জনা রাণী দেবনাথকে দলিল সম্পাদনের বিষয়ে অবহিত করলে তিনি অফিসের নকলনবীস জসিম উদ্দীনকে দাতার শরিরীক অবস্থা পর্যবেক্ষণের দায়িত্ব দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিদাতা আব্দুল মজিদ হুইল চেয়ারে বসে নকলনবীস জসিম উদ্দীনের নিকট জমি বিক্রির বিষয়ে হা সূচক জবাব দেন। কিন্তু নকলনবীস জসিম উদ্দীন সাবরেজিষ্ট্রার অঞ্জনা রাণী দেবনাথের সাথে শালা পরামর্শ করে এসে দলিল লেখক আব্দুস সামাদ ও জমি ক্রেতা আয়েজউদ্দীন আজাদকে জানান, দাতা শারিরীকভাবে যেহুতে খুব একটা সুস্থ নয়। তাই দলিল সম্পাদন করতে সাবরেজিষ্ট্রারকে ৫০ হাজার টাকা পারিতোষিক দিতে হবে।

জমি দাতা ঘুষ দিতে অস্বীকার করলে সাবরেজিষ্ট্রার জমি নিবন্ধন করা যাবেনা বলে দাতাকে সাফ জনিয়ে দেন। শুধু ঘুষ না দেয়ায় তার দলিল সম্পাদন হয়নি বলে অভিযোগ তুলে তিনি তদন্ত ও প্রতিকার দাবি করেন। নকলনবিস মো. জসিম উদ্দিন কোন বক্তব্য দিতে অস্বীকার করেন। দলিল লেখক আব্দুস সামাদ জানান, যা বলার জমির ক্রেতাকে বলেছি। সংবাদকর্মীদের কিছু বলার নেই। সাবরেজিষ্ট্রার অঞ্জনা রাণী দেবনাথ জানান, দাতা আব্দুস মজিদ শারীরিকভাবে অসুস্থ বলে তিনি এক কর্মচারির মাধ্যমে শুনেছেন। তাই দলিলটি করা হয়নি। অফিসে কেউ ঘুষ নেয়না। কোন অনিয়মও নেই। কেউ এমনটি করে থাকলে ব্যবস্থা নিবেন। জেলা রেজিষ্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট