ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন এর বিলগোবিন্দপুর (তিন কিলো) নামক স্হানে অপহরণ ও ছিনতাই ঘটনায় অপহরণকারীদের বিচার দাবিতে ভুক্তভোগী সহ এলাকাবাসী মানববন্ধন করেন।
২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টায় বিলগোবিন্দপুর গ্রামের মোরাদ বেপারী বাড়ির সামনে সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
অপহরণ ও ছিনতাই ঘটনার শিকার ভুক্তভোগী কৃষ্টনগর গ্রামের মোরাদ বেপারীর ছেলে রাজু (১৪) ও মশা উজান গ্রামের আবুল মল্লিক এর ছেলে আবু সালেক (১৪) জানান কৃষ্ণপুর বাজার থেকে বাইসাইকেলে চড়ে বাড়িতে আসার সময় বিলগোবিন্দপুর তিন কিলো নামক স্হানে পৌছালে উৎপেতে থাকা সন্ত্রাসী পলাশ সহ ৩/৪ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে তিন কিলো চকের মধ্যে ফাঁকা জায়গা কাশবনের ভিতর নিয়ে মারপিট করে নগদ ২০ হাজার টাকা, একটি সোনার চেইন, একটি আংটি নিয়ে যায়। এছাড়া অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পথচারী একজনের সহযোগীতায় আমার পরিবারের লোকজন জানতে পেরে লোকজন নিয়ে আমাদের দুইজনকে উদ্ধার করে।সে সময় অপহরণকারীরা পালিয়ে যায়।
অপহরণ ছিনতাই ঘটনায় এলাকার ফরাদ ফকির, মানিক সেখ, রবি ফকির,রনি ফকির এদের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেয় বিলগোবিন্দপুর ও কৃষ্ট নগর গ্রামের দুই শতাধিক নারী ও পুরুষ।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অপহরণকারী সন্ত্রাসী পলাশ সহ তার সহযোগীদের বিচার দাবি করেন।পলাশ বিলগোবিন্দপুর (তিন কিলো) গ্রামের বাবুল কারিকরের ছেলে।
ভুক্তভোগী রাজুর পরিবার এই ঘটনায় থানায় একটি অভিযোগ করবেন বলে জানান।
অভিযুক্ত পলাশের বাড়িতে গিয়ে কাওকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এই ঘটনা নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।