ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রিপন মাতুব্বরের নেতৃত্বে আজিমনগর ইউনিয়নের প্রধান সড়ক ও পুলিয়া বাজার প্রদক্ষিণ করে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কররা চৌরাস্তা বালুমাঠে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি বিএমপি (বাংলাদেশ মফস্বল পদ্ধতি) বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
রিপন মাতুব্বরের পথসভায় বলেন,> “আমাদের লক্ষ্য হলো জনগণের আস্থা ও সমৃদ্ধি নিশ্চিত করা। বিএমপি বা বাংলাদেশ মফস্বল পদ্ধতি হচ্ছে স্থানীয় জনগণের অধিকার, সেবা ও সুযোগ নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শিক্ষার মান বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, কৃষি ও স্থানীয় উদ্যোগের উন্নতি সম্ভব। আমরা চাই জনগণ জানুক, তাদের ভোট ও অংশগ্রহণই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”
তিনি আরও বলেন,> “গতবছরগুলোতে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা দেখেছি, স্থানীয় জনগণ সঠিক তথ্য এবং সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বিএমপি নিশ্চিত করবে যে, প্রতিটি মানুষ তার অধিকার বুঝতে পারে এবং সঠিকভাবে অংশ নিতে পারে। এটা শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, এটি গণতন্ত্রের শক্তি।”
পথসভা শেষে রিপন মাতুব্বরের নেতৃত্বে বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলের শেষে অংশগ্রহণকারীদের জন্য খিচুড়ি ভোজের আয়োজন করা হয়।