ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ৬১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা জামায়াতে আমীর মাওলানা সোহরাব হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রনদা প্রসাদ, সাধারণ সম্পাদক বিশ্বজীদ শাহা, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা খান,ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম,চরযশোরদী ইউপি চেয়ারম্যান সাহেব ফকির, পোরাপাড়া ইউপি চেয়ারম্যান বাবু ফকির,উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার সকল সরকারি দপ্তর প্রধান গণ।