বোয়ালখালী উপজেলাধীন আমুচিয়া ইউনিয়নের ধোরলা,সিকদার বাড়ী,আল্ ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও আকবর সিকদার বাড়ী যুব সমাজের যৌথ উদ্যোগে গত সোমবার(১৫ সেপ্টেম্বর )বাদে এশা আল্ ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী,র সভাপতিত্বে অনুষ্টিত হয়। মাহফিলে উদ্বোধক ছিলেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ নাছির উদ্দিন,প্রধান বক্তা হিসেবে কোরান হাদিস থেকে তফসির করেন কক্সবাজার রামু হযরত জঙ্লীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হযরত মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ রজবী, বিশেষ বক্তা হিসেবে তফসির করেন সরকারহাট হযরত বশরত শাহ(রহঃ)ফকির জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফাহাদ বিন আজাদ সিদ্দিকী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল বশর,সাধারণ সম্পাদক বোয়ালখলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান,খান বাহাদুর পাড়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক জাহাঙ্গীর আলম,মোনাফ চৌধুরী জামে মসজিদে পেশ ইমাম মোঃহেলাল উদ্দিন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক সিকদার,শহিদুল আলম,আনিছুল ইসলাম সুজন,সোলাইমান,নাজিম উদ্দীন,শহিদুল ইসলাম হৃদয় সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিশ্ব উম্মাহ শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী শেষে উপস্থিতিদের মাঝে তাবারাক বিতরণ করা হয়।