সামাজিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলা বাজার সাম্পান সমিতি সভাপতি । লোকমান দয়াল ফাউন্ডেশন চেয়ারম্যান ও লোকমান অয়েল সাপ্লাই প্রতিষ্ঠাতা ও লোকমান দয়াল চট্টগ্রাম কনোফুলী ইছানগর ইউনিয়নের সন্তান কে শুক্রবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল ‘ক্রিস্টাল পশুপতি’তে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন নেপালের বন ও পরিবেশমন্ত্রী আইন বাহাদুর শাহী।
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা তাদের অবদানের জন্য পুরস্কৃত হন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেপালের সাবেক মন্ত্রী, আইন পরিষদের সদস্য এবং বাগমতী প্রদেশের বিধানসভার সদস্য কাঞ্চন চন্দ্র বাদে, আরপিপির সাধারণ সম্পাদক ও সাবেক ফেডারেল অ্যাফেয়ার্স ও স্থানীয় উন্নয়নমন্ত্রী কুন্তি কুমারী শাহী, সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ভানু ভক্ত ঢাকাল, সিপিএন (ইউএমএল)-এর পলিটব্যুরো সদস্য, নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, নেপালের সাবেক হাউস অব রিপ্রেজেনটেটিভসের সদস্য মনিরাম ফুয়াল, বাগমতী প্রাদেশিক সরকারের সাবেক ভৌত অবকাঠামো উন্নয়নমন্ত্রী কৃষ্ণ লাল ভডেলসহ অনেক গণ্যমান্য ব্যক্তি।
এ-সময় লোকমান দয়াল জানান, একজন দক্ষ সমাজকর্মীর পক্ষে সামাজিক কাজের মধ্যেই নিজেকে খুঁজে পায়। একজন সমাজকর্মীকে অনেকগুলো পদ্ধতি অনুসরণের মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করে। একজন দক্ষ সমাজকর্মী ব্যক্তি, দল বা সমস্যা সমাধানে এমন ভাবে সহায়তা করে, যাতে নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়।