ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শিক্ষা বিস্তারের এক অনান্য নাম ,আলগী ন্যাশনাল উচ্চবিদ্যালয় , বিদ্যালয় টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয় টি প্রতিষ্ঠার কারনে অত্র এলাকার জনসাধারণকে অশিক্ষা ও কুসংস্কার হাত থেকে রক্ষা করে আলোর জগতে আনতে সক্ষম হয়। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে, হাঁটি পা পা করে বিদ্যালয় টি এ পর্যন্ত এসেছে। যাদের অবদান , তারা হলেন স্কুল টির প্রতিষ্ঠাতা,বিশিষ্ট শিক্ষানুরাগী মহান ব্যক্তি ও ব্যাক্তিবর্গ। তাঁরা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে আজীবন।
বিদ্যালয়টির সুনাম পূর্ব থেকেই ছিল। তবে বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার মান ব্যাপক প্রসারিত হচ্ছে। বিদ্যালয়টির সুনাম শুধু আলগী ইউনিয়নেই নয়, ভাঙ্গা উপজেলা তথা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়টি আজ উন্নত শিখরে আসার একটাই কারণ হচ্ছে, শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষক দের পাঠদানের সুকৌশল, শিক্ষক গণ শিক্ষা বন্ধব পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে থাকেন, শিক্ষক গণ শিক্ষার্থীদের শ্রেনী পাঠ দান ছাড়াও নৈতিকতা শিক্ষা ও দিয়ে থাকেন,সময় মতো শিক্ষকগণ বিদ্যালয়ে গমন ও প্রস্থান,মোট কথা শিক্ষক গণ বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক এর প্রতি গভীর শ্রদ্ধাশীল।
বিদ্যালয়টি শিক্ষার্থীদের অগ্রগতি ও মূল্যায়ন তুলে ধরার জন্য মাঝে মাঝে অভিভাবক সভা করে থাকেন। এর পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে থাকেন।
এছাড়াও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য গানের বিদ্যালয়ের প্রতি সজাগ দৃষ্টি।তাঁরা শুধু সভা করে ক্ষ্যান্ত থাকেন না যেমন তাঁরা, শিক্ষকদের শ্রেনী পাঠদানের মনিটরিং, শিক্ষকদের খোঁজ খবর, শিক্ষার্থীদের খোঁজ খবর, এমনকি অভিভাবকেরও নেন।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মাহাতাব উদ্দিন জুয়েল জানান, বর্তমান এ অত্র বিদ্যালয়ের শিক্ষার মান খুবই ভালো, বিগত ৫ বছরের এস এস সি পরীক্ষায় পাশের হার,৮৭-৯৫ । A+ এর হার ও সন্তোষ জনক। বর্তমান এ অত্র বিদ্যালয়ে ৬০০ শিক্ষার্থী রয়েছে, আমার বিদ্যালয়ে শিক্ষক গণ খুব ই আন্তরিক , শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টার জন্য ই অত্র বিদ্যালয়ের সুনাম। আমি নিয়মিত শিক্ষকদের পাঠদান মনিটরিং করি।চাহিদার তুলনায় ২ জন শিক্ষক কম আছে , প্রয়োজনের তুলনায় ভবন কম, বিদ্যালয়ের বাউন্ডারি নেই। প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে বলেন,অত্র বিদ্যালয়ে, যে দুই জন শিক্ষকের পদ শূন্য রয়েছে উক্ত দুই জন শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরনের ব্যবস্থা গ্রহণের সবিনয় আবেদন রাখছি , সেই সাথে বিদ্যালয়ের নিরাপত্তার জন্য অচিরেই বিদ্যালয়ের বাউন্ডারি প্রদানের সুব্যবস্থা গ্রহনের ও সবিনয় আবেদন জানাচ্ছি।
প্রধান শিক্ষক আরো বলেন, আমি আমার বিদ্যালয়ের দায়িত্ব পালনের জন্য, বিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে গমন করি এবং ক্লাস শেষের এক ঘন্টা পরে বিদ্যালয় থেকে প্রস্থান করি । আবার কোনো কোনো দিন দুই/ তিন ঘণ্টা পর বিদ্যালয় থেকে প্রস্থান করতে হয়। বিদ্যালয়টির সুনাম সহ শিক্ষার মান উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি অত্র বিদ্যালয়ের উত্তর উত্তর ও সফলতা কামনা করি।