আমি গরিব অসহায় ঘরের মেয়েকে বিবাহ করতে চাই। যৌতুক আমি চাই না কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী চাই।
তিনি হলেন, রাজর উপজেলার কদম বাড়ি ইউনিয়ন গজারিয়া গ্রামের, মৃত্যু আব্দুল লতিফ আকনের ছেলে কালু আকন। পাত্র কালু আকোন বলেন, পূর্বে আমি বিবাহ করে ছিলাম সেই ঘরে আমার একটা ছেলে দুইটা মেয়ে রয়েছে, মেয়ের বয়স ১৮ বছর, ছেলের বয়স ১৩ বছর, ছোট মেয়ের বয়স ১০ বছর। আমি গরিব আমার নিজের থাকা অটো রিক্সা চালিয়ে সংসার চলে। আমার ৭ কাটা জমির বসত বাড়িতে রয়েছে, একটা টিনের ঘর, একটা টিবয়েল, টয়লেট সহ আরো অনেক কিছু। ফসলের জমি রয়েছে ২১ কাটা পরিমাণের তিনি আরো বলেন,
আমার জমানো টাকা পয়সা স্বর্ণ অলংকার এবং আমার ছোট মেয়েকে সাথে করে নিয়ে, আমার স্ত্রী পালিয়ে যায় এবং কিছুদিন পরে আমাকে ডিভোর্স নামা পাঠায়। তাই আমার ঘরে স্ত্রী ছাড়া সংসার অচল হয়ে পড়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি অতি দূরত্ব আমার একটা স্ত্রী প্রয়োজন, এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই, অসহায় গরীব হতে হবে। এতিম হলেও চলবে এমন কোন দয়াবান ব্যক্তি থাকেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ০১৭৬৪২৫৯৫৯১।