ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা। সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘ত্যাগী নেতাকর্মীদের আদর্শবান হতে হবে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সন্ত্রাস-দখলবাজির সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই।’ তিনি বলেন, ‘ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের রাজনীতিতে এখন আর কোনো ‘নাচের বানর’ নয়, দরকার জনভিত্তিক রাজনীতি।’
সম্মেলনে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব নির্ধারণে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের দলে জায়গা হবে না বলেও স্পষ্ট করেন তারা।
সভার অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।