
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে বাড়িঘর ভাঙচুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই পক্ষ। এই ঘটনায় আহত হয় ৪ জন।আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সেন্টু মোল্লা (৪৫),সোহেল শেখ (২৩),জাহিদুল মোল্লা (৪০),তোরাপ মাতুব্বর (৩২)।
সেন্টু মোল্লা বলেন” আওয়ামী লীগ নেতা জাহিদুল মাতুব্বর তাদের লোকজন নিয়ে রাতে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করা সহ পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে “।এছাড়া আমার ভাই জিলু মোল্লার বাড়ি,লুৎফর মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
অপরদিকে বিবাাদী পক্ষ জাহিদ মোল্রার ভাই আয়দুল মোল্লা পিতা মৃত হালিম মোল্লা বলেন ” জিলু মোল্লার ছেলে সুমন মোল্লা জাহিদুল মোল্লার নিকট থেকে ৫ হাজার টাকা ধার নেয়।ধারের টাকা চাইতে গেলে বুধবার সকাল ১০ টার দিকে গাছের ডাল দিয়ে বাইড়ায় এবং ওইদিন সন্ধ্যার পরে জাহিদুল মোল্লা কে পুনরায় পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে জাহিদুল হাসপাতালে ভর্তি রয়েছে “।এছাড়া সোহেল শেখ (২৩) কে পিটিয়ে দাঁত ভেঙ্গে ফেলে সেও হাসপাতালে ভর্তি আছে।
এই ঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।
১৬ অক্টোবর ২০২৫ ইং