ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এসএস মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
এই টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ লিটন বেপারী।
সভাপতিত্ব করেন সমাজের অন্যতম উদ্যমী সংগঠক হাদিউজ্জামান খাঁন (রাজু)। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাময়ী ইউপি সদস্য মোঃ মোশারফ মুন্সী ও সিংগারডাক ইউপি সদস্য মোঃ জহির খালাসী।
টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনাময়ী ও সিংগারডাক এলাকার প্রবাসী ও স্থানীয় যুব সমাজ।
স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বরাবরের মতো এবারও খেলাধুলার আয়োজনের পাশে দাঁড়ালেন মোঃ লিটন বেপারী। তিনি শুধু একজন সমাজসেবক নন, বরং তরুণ প্রজন্মের স্বপ্নসন্ধানী এক আলোকবর্তিকা। সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা—সব ক্ষেত্রেই তার আন্তরিক ভূমিকা প্রশংসার দাবিদার।
উপস্থিত বক্তারা বলেন, “লিটন বেপারী শুধু একটি নাম নয়, এটি একটি অনুপ্রেরণার প্রতীক। সমাজের প্রতিটি মানুষের সুখ-দুঃখে তিনি পাশে থাকেন। তার মতো একজন উদারমনা মানুষ চান্দ্রা ইউনিয়নের জন্য আশীর্বাদস্বরূপ।”
খেলাধুলা শেষে মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। তরুণদের উচ্ছ্বাস, স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে টুর্নামেন্টটি রূপ নেয় মিলনমেলায়।