ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের শেখ খবির উদ্দিন এর ছেলে লাভলু ওরফে ডাবলুর স্ত্রী মেনু বেগম(৩৫) তার শাশুড়ি শুকুরন বেগম (৬০) কে মারপিট করায় আহত হয়। শুকরান বেগম নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছেন।
৮ আগস্ট শুক্রবার সকালে পুত্রবধূ মিনু বেগম শাশুড়িকে লাঠি দিয়ে পিছিয়ে গুরুতর আহত করে।স্থানীয় লোকজন শুকুরন বেগম কে হাসপাতালে ভর্তি করে এবং পুত্রবধু মিনু বেগম কে নিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শুকুরন বেগম বলেন,আমার ছেলে ডাবলু বউ বাড়িতে রেখে বিদেশে গেছে।নানা কারণে আমার পুত্রবধূ মিনু বেগম আমাকে প্রায় মারধর করে।আজ সকালে আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটায়।এ সময় লাঠির বাড়িতে পায়ের ক্ষত হয়ে রক্ত ঝরে।আমি এই পুত্রবধূর বিচার চাই।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি আমিনুর রহমান বলেন,স্থানীয় মাতুব্বররা ডাবলুর স্ত্রী মিনু বেগম কে থানায় নিয়ে আসে। পরে এ বিষয় বউ শাশুড়ির মধ্যে মিটমাট করে দেয়ার কথা বলে তাকে বাড়িতে নিয়ে যায় তাদের মাদবার।
ঘটনাস্থল বাড়িতে মিনু বেগম কে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। প্রতিবেশীরা শাশুড়ি কে মারধর করায় পুত্রবধূর বিচার দাবি করেন।