
বাংলাদেশ খেলাফত মজলিশ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের রিক্সা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা শনিবার (১৮ অক্টোবর) একই দিনে ফরিদপুর জেলার চারটি স্থানে ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
দিনের প্রথম কর্মসূচিতে বিকেলে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী রথখোলা মাঠে সবুজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন করেন তিনি। পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওয়ালী উল্লাহ, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন আবরারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি হামিরদী ইউনিয়নের হামিরদী গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে উঠান বৈঠক ও আলোচনা সভায় অংশ নেন।
সভায় মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন—> “জনগণের ভালোবাসা ও সহযোগিতায় খেলাফতের শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ইসলামভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে রিক্সা প্রতীকে ভোট দিন।”
দিনের তৃতীয় কর্মসূচিতে রাতে তিনি উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা সদর বাজারে বাংলাদেশ খেলাফত মজলিশের নতুন শাখা অফিসের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া এবং বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা আরাফাত হোসাইন।
“ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত” স্লোগানে অনুষ্ঠিত সভায় বক্তারা সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান এবং রিক্সা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন—> “খেলাফত মজলিশ এমন একটি ইসলামিক দল, যারা রাসুল (সা.)-এর আদর্শে রাষ্ট্র গঠনে বিশ্বাসী। ইনশাআল্লাহ, ন্যায় ও ইসলামের ভিত্তিতে সমাজ গঠনে আমরা সফল হবো।”
দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত প্রায় ১০টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামে এক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।
ওয়াজ মাহফিলে তিনি দীর্ঘ সময় বসে মোনাজাতে অংশ নেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।
একই দিনে চারটি স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে এলাকাবাসীর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনসাধারণ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ ও প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।