ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান ও অখণ্ড ভাঙ্গা রক্ষার আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া ওরফে সিদ্দিক চেয়ারম্যানকে গতরাতে নগরকান্দার চাঁদহাট থেকে গ্রেফতার করা হয়েছে।
তার গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে আলগী ইউনিয়নের সন্তান মেজর প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম অব. বলেন, এটি জনগণের ন্যায্য আন্দোলন, কোন রাজনৈতিক কর্মসূচি নয়। ভাঙ্গার মানুষ তাদের দুই ইউনিয়ন রক্ষার জন্য জীবন-জীবিকা বিসর্জন দিয়ে আন্দোলনে নেমেছে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং প্রধান নির্বাচন কমিশনারকে বিদেশ সফর সংক্ষিপ্ত করে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসার অনুরোধ করেন।