কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা করেছেন। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি। এ দাবির বিষয়ে তারা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
কমল সরকারের সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার, ১ নং শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার, বাঙ্গরা বাজার থানার বিশিষ্ট রাজনীতিবীদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট তাহমিনা বেগম, রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক, বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন, এম কে আই জাবেদ, তানভীর সরকার ও হাফেজ নজরুল ইসলাম, সাংবাদিক মো.আনোয়ার হোসাইন প্রমুখ।
বক্তারা এ দাবিকে যুগের দাবি উল্লেখ করে শিগগিরই তা বাস্তবায়নের আহ্বান জানান।
জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।