ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন এর মহিলা রোড নামক স্থানে মহাসড়কের পাশে অবস্থিত তোফাজদ্দীন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভর্তি ও বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৬ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন একটি যৌথ বাহিনী। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরে তা বিক্রি করে আসছিল, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবিরোধী।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।