ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ও নুরুল্লাহগঞ্জের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
গণসংযোগে অংশ নেন উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও কর্মীবৃন্দ।
মাওলানা মিজানুর রহমান বলেন, “ইসলামিক দল কখনোই সন্ত্রাস, চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত নয়। জনগণের ভালোবাসায় আমরা আশাবাদী।” তিনি মাদকমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।