বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদের স্বাধীনতা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখতে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ, নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী।
এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী সাংবাদিক সমিতির সভাপতি এম এ মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদাচ্ছের, বোয়ালখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যাপক শাহিদা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আরিফ হোসেন, প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ছাইদুল আলম প্রমুখ।