চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে চান্দগাঁও পাঠানিয়া গোদাস্হ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার হোসেন মুরাদের সভাপতিত্বে এবং শিক্ষক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউল হক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক কর্ণফুলীর স্টাফ রিপোর্টার ও বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেফো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল হক মনি, ডা. জামাল উদ্দীন, নঈমিয়া মাদ্রাসার শিক্ষক সরোয়ার আহসান ও নাজিউল হক শেফায়েত।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোবাইদা সুলতানা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।