জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের আয়োজনে পাঁচবিবি সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির ৮নং ওয়ার্ড শাখার সভাপতি শওকত আনোয়ার হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি'ন সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান ।
পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও পাঁচবিবি পৌর বিএনপি আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল।
অন্যান্যদের মধ্যর আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হোসেন রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, যুবদল নেতা নয়ন প্রধকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।