গাজীপুর মহানগরের গাছা এলাকায় সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘গাছা থানা প্রেসক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেলে গাছা থানা এলাকায় এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নবনির্বাচিত কমিটিতে আনিসুল ইসলাম (প্রাইম টিভি) সভাপতি এবং মোঃ সোহেল মিয়া (বাংলা নিউজ টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি (১) মোঃ রফিকুল ইসলাম (দৈনিক নতুন দিন), সহ-সভাপতি (২) মোঃ শাহাদাৎ হোসেন শাওন (দৈনিক বাস্তবতা), যুগ্ম সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ (আমাদের সংবাদ), সাংগঠনিক সম্পাদক এস.এম. মেহেদী হাসান (দৈনিক নববাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ ভূইয়া (দৈনিক বার্তা সরণি), দপ্তর সম্পাদক শরিফ ওমর টুটুল (প্রতিদিনের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম ফরহাদ (দৈনিক নতুন সময়), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া সিকদার (দৈনিক আলোকিত সকাল)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মাজনুন মাসুদ (দৈনিক পল্লি বাংলা), রেজাউল কবির রাজিব (যায়যায়দিন) এবং মোঃ মাসুদ রানা (জি প্লাস টিভি)।
কমিটি গঠন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও জনভোগান্তির কথা তুলে ধরাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। অপসাংবাদিকতা রোধ এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষায় এই ক্লাবটি মাইলফলক হিসেবে কাজ করবে। পেশাগত মানোন্নয়নে নবগঠিত কমিটি নিয়মিত কর্মশালা ও সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।