ফরিদপুরের ভাঙ্গায় সরকারি বিধিবিধান লঙ্ঘন করে ইট তৈরির অভিযোগে দুটি ইটভাটায় ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে ভাটা দুটির মালিককে নগদ তিন লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে। এসময় উপজেলার চান্দ্রা ও আজিমনগর ইউনিয়নের দুটি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ব্যত্যয় লক্ষ্য করা যায়। অভিযানে ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেনসহ উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
দণ্ডিত দুই ইটভাটা
অভিযান চলাকালে প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত পালনে ব্যর্থ হওয়ায় দুই ভাটা মালিককে আর্থিক দণ্ড প্রদান করা হয়:
১. এম রহমান ইট ভাটা: চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামে অবস্থিত এই ভাটার মালিক আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
২. সুফিয়া ব্রিক্স: আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে অবস্থিত এই ভাটার মালিক সাইদুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের হুঁশিয়ারি
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম সাংবাদিকদের বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। যারা আইন লঙ্ঘন করে এবং প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"