ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে প্রায় দশটি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান। এই সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ মাটি মানুষের কল্যাণে নিবেদিত। যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের জন্য সংগ্রাম করেছে। তার হাত ধরে বাংলাদেশের গণতন্ত্রের দীর্ঘতম পথ অতিক্রম করতে সক্ষম হয়েছিল। তিনি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আশা করি তার উত্তরসূরী তার দেখানো পথে আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। এ সময় সংগঠনের সহ-সভাপতি এ. মান্নান বলেন, আমরা আমাদের অভিভাবক হারিয়েছি দেশের ক্লান্তি লগ্নে এ নেতার অত্যন্ত প্রয়োজন ছিল। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টান্তের স্থাপন করেছেন। পৃথিবী যতদিন থাকবে তাকে মনে রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন, আমার সংগঠনের পক্ষ থেকে তাহের রুহের মাগফিরাত কামনা করছি। সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবন বাজী রেখে যে সংগ্রাম করেছেন তা এ জাতি কখনো ভুলবে না। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, তিনি বলেন, মরুহুমা বেগম খালেদা জিয়া সব সময় দরিদ্র মানুষের কথা ভাবতেন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এ সময় উপস্থিত ছিলেন
অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি ঢাকা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু,বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, এ এম নওশাদ এহসান, কোহিনুর বেগম, মোঃ রফিকুল ইসলাম,আব্দুল আজিজ, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহমান,মাহমুদা আক্তার, সেলিনা আক্তার,শিল্পী বেগম, মোঃ রঞ্জু, টিপুসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতি ও গণতন্ত্র যে ক্ষতির মুখে পড়েছে, তা অপূরণীয়। তিনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে গণতন্ত্র রক্ষা ও মানুষের জন্য কাজ করেছেন। তার দেখানো পথে তার উত্তরসূরিরা অবশ্যই চলবে । তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।