কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সাবেক মুরাদনগর উপজেলা প্রতিনিধি মনির খাঁন আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তার বুকে ব্যথা অনুভব হলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিন দুপুরে মুরাদনগর মোজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৩ মুরাদনগর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, মুরাদনগর সাংবাদিক সমিতির সভাপতি এনএ মুরাদ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও বাংগরা বাজার থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক,কবি ও কলামিস্ট মাও:মো.আনোয়ার হোসাইন সহ স্থানীয় সাংবাদিক সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরে তাকে মুরাদনগর ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মনির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যম অঙ্গন এবং মুরাদনগর উপজেলা সদরে শোকের ছায়া নেমে আসে।