1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন : আস্থার সংকটে গণতন্ত্র, প্রশ্নের মুখে ভোটাধিকার মুরাদনগরে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান হলেন যারা বোয়ালখালী গোমদন্ডীপাইলট স্কুলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বছরজুড়ে বালু উত্তোলন চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুলে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশন স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাঁচবিবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা গাছা থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি আনিসুল, সম্পাদক সোহেল কুমিল্লা-৩ মুরাদনগর আসনে পীরজাদা এমদাদুল হকের গণসংযোগ

নীলফামারী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা চার দিন ধরে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

নীলফামারী) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো টানা চার দিন ধরে বিক্ষোভ, মশাল মিছিল ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচি এখন উপজেলা পর্যায় ছাড়িয়ে ইউনিয়ন পর্যায়েও ছড়িয়ে পড়েছে।

এর ধারাবাহিকতায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর ডিমলা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। মাগরিবের নামাজের পর মশাল মিছিল শুরু হলে পথসভা চলাকালে প্রধান সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পথসভায় বক্তব্য দেন ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি (ডিআর) জাহাঙ্গীর আলম, যুবদলের সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল এবং সিনিয়র যুগ্ম সচিব আশিকুর রহমান আকিক।

বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের মতামত, সাধারণ ভোটারদের প্রত্যাশা, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা এবং দলীয় সাংগঠনিক শক্তি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অথচ এই আসনে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ডোমার–ডিমলা এলাকায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো সংস্কার, গ্রামীণ সড়ক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। বন্যা, শীত কিংবা যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সব বয়সী মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তার পক্ষে ব্যাপক জনসমর্থন থাকবে এবং বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতারা আরও বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির পাশাপাশি গণপদত্যাগের সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নীলফামারী-১ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকেই স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট