কুমিল্লার মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের। বুধবার (২৪শে ডিসেম্বর) থানার অফিস কক্ষে মতবিনিময় সভায় মুরাদনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান (আমাদের সময়), সহ-সভাপতি শামীম আহমেদ (ভোরের ডাক), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (প্রতিদিনের কাগজ), সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন তুহিন (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ হাফেজ নজরুল ইসলাম (নতুন দিন), তথ্য ও দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন (জনতার জমিন), প্রচার সম্পাদক প্রান্তোষ ভৌমিক (দিন প্রতিদিন), ক্রীড়া সম্পাদক সাইফুল সরকার (বাংলা ভূমি), নির্বাহী সদস্যদের মধ্যে জাকির হোসেন (দৈনিক জনতা), জালাল আহমেদ (আজকের বসুন্ধরা), মাসুম মিয়া (রূপবানী)। এছাড়াও আরো বক্তব্য রাখেন রায়হান চৌধুরী (ভোরের কাগজ), নাজিম উদ্দিন (কালের কণ্ঠ মাল্টিমিডিয়া), কাজী শরিফ (মানব কন্ঠ), সাজ্জাদ হোসেন শিমুল (এশিয়ান টিভি), মাহফুজুর রহমান (প্রতিদিনের সংবাদ),
বিশেষ প্রতিনিধি দৈনিক একুশের বাণী ও দৈনিক একুশের বাংলা অনলাইন- মো.আনোয়ার হোসাইন প্রমুখ।
গত ০৮/১২/২০২৫ ইং বাঙ্গরা বাজার থানার ১০ তম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন পুলিশ ইন্সপেক্টর মোঃ আব্দুল কাদের। তিনি ২০০৭ সালে পুলিশে যোগদান করেন এবং ২০১৮ সাল থেকে বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ওসি ছিলেন। মাদক বিরোধী অভিযান ও নিয়ন্ত্রণের এই চৌকুস অফিসার ১১ বার চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভ করেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় তাঁর গ্রামের বাড়ি। বাংগরা বাজার থানায় মাদকের নিয়ন্ত্রণ ও নির্মূলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে।। আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি/ডাকাতি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন।