৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
শামা ওবায়েদ ইসলাম রিংকুর বাড়িতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে ঘোষণা দেন " মারামারি হানাহানি কাইজা বন্ধ করে দলের জন্য কাজ করার জন্য নেতাকর্মীদের বলেন "। তিনি আরও বলেন,এলাকায় কারও উপরে আর হামলা নয় সবার সাথে ভালো ব্যবহার করে তাদের ভোট গুলো দলের পক্ষে আনতে হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার,
সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি তারা মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা তৈয়াবুর রহমান, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।