উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩০ নভেম্বর রবিবার সকাল ১০ টায় উপজেলার কোদালিয়া শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য,নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান,ভেটেনারি সার্জন বুলবুল আহমেদ,উপসহকারী দাউদ রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম জামাল উদ্দিন খান, ও অত্র বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক বৃন্দ।
বিদ্যালয় প্রসঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা হয়।
ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত দুধ ও ডিম খাওয়ার কোন বিকল্প নেই। তাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে এ বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের মধ্যে ফসল হত্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের ২৫০ জন কোমলমতি শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবকদের হাতে ১ টি ডিম ও এক প্যাকেট তরল দুধ দেওয়া হয়।
মোঃ আবুল হাসান মিয়া
৩০ নভেম্বর ২০২৫