আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ইসলামী খেলাফত কায়েমের লক্ষ্যে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে ইসলামী ৮ দলীয় জোটের কমিটি গঠন করা হয়েছে।
২৪ নভেম্বর সোমবার বিকেলে আজিমনগর ইউনিয়নের শিমুল বাজার জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা পৌর শাখার সভাপতি ও ৮ দলীয় লিয়াজো কমিটির আহ্বায়ক ডাঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা কমিটির সহ সভাপতি ও লিয়াজো কমিটির সদস্য সচিব মোঃ আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম,
বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান,
সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ,
মিডিয়া সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান,
সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতিয়ার রহমান প্রমুখ।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস আজিমনগর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি হেমায়েত উদ্দিনকে আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজিমনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মাতুব্বর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আজিমনগর ইউনিয়ন শাখার কর্মী নুর আলম মুন্সিকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা লিয়াজো কমিটির অফিসে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, “ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী সমমনা ৮ দল ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহকে রাজি-খুশি করতে হলে আমাদের এই পথে অটল থাকতে হবে। যারা কুরআন-হাদিস বিরোধী পথে চলে আমরা তাদের সাথে নেই। আগামী নির্বাচনে ইসলামী জোট যাকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি নিয়োগ করবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”