— উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুনের তত্ত্বাবধানে কার্যক্রম আরও গতিশীল**
তারিখ: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
স্থান: ভাঙ্গা, ফরিদপুর
রিপোর্টার: সানোয়ার হোসেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুন।
আজকের বিতরণ কার্যক্রমে কৃষকদের কাছে গম বীজ, ডিএপি ও এমওপি সার হস্তান্তর করা হয়। স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই কার্যক্রমকে কৃষকরা স্বাগত জানান এবং জানান যে এ ধরনের সরকারি সহায়তা রবি মৌসুমের গম আবাদে বিশেষ ভূমিকা রাখে।
২০২৪ সালের সফল বিতরণ কর্মসূচির ধারাবাহিকতা
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের রবি মৌসুমেও ভাঙ্গায় প্রায় ৬,৪৬০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছিল। প্রতিজন কৃষক তখন ২০ কেজি গম বীজসহ ডিএপি ও এমওপি সার পেয়েছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ওই বছরের এই উদ্যোগ বিশেষ সফলতা অর্জন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ১ অক্টোবর ২০২৪ সালে ভাঙ্গায় যোগদানের পর থেকেই মাঠপর্যায়ের কৃষি সহায়তা, চারা বিতরণ, মাঠ পরিদর্শন ও কৃষি সমস্যা সমাধান কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। স্থানীয় কৃষকদের মধ্যে তাঁর নেতৃত্ব ও তদারকির প্রশংসাও রয়েছে।
বিতরণ কার্যক্রম শেষে কয়েকজন কৃষক জানান—
“গম আবাদে সবচেয়ে বড় সমস্যা বীজ ও সারের দাম। সরকার বিনামূল্যে দিলে উৎপাদন খরচ কমে এবং জমিতে আরও বেশি ফসল ফলানো যায়।”
উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুন জানান—
“রবি মৌসুমকে লক্ষ্য করে কৃষকদের হাতে মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। প্রতি বছর আমরা কৃষকদের তথ্যভিত্তিক তালিকা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে প্রণোদনা বিতরণ করি।”