ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের নুর মোহাম্মদ মুন্সীর জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ায় প্রতিবেশী কামাল পিতাঃ মৃত আব্দুল জলিল,
সাহিদ মাতুব্বর পিতাঃ মন্নৃ মাতুব্বর গংদের নামে থানায় অভিযোগ করেন।
১৮ নভেম্বর মঙ্গলবার সকালে দহিসারা মৌজার ৬৪৫ নং খতিয়ানের ৭২ নং দাগের ৪৪ শতাংশ জমি ও ৬৪৬ নং খতিয়ানের ২৮ নং দাগের ১৪ শতাংশ জমি সহ মোট ৫৮ শতাংশ জমির ধান কেটে নেওয়ায় থানায় অভিযোগ করেন জমির মালিক নুর মোহাম্মদ মুন্সী।
সরেজমিনে গিয়ে জমি থেকে ধান কেটে নেওয়া দৃশ্য দেখা যায়। স্হানীয় লোকজন অনেকে বলেন সাহিদ মাতুব্বর তার লোকজন নিয়ে ধান কেটে নিচ্ছে।
নুর মোহাম্মদ মুন্সী বলেন " আমার ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিচ্ছে সাহিদ মাতুব্বর গংরা।এর আগে আমার আরও দুই দাগের ২ বিঘা জমি থেকে ধান কেটে নেয় সাহিদ মাতুব্বর এর নেতা কামাল মাতুব্বর গংরা। যে কারনে কামাল মাতুব্বর গংদের নামে আদালতে মামলা করেছি।মামলার তদন্ত চলছে। এছাড়া জোবর দখলকারীরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে"।
অভিযুক্ত কামাল মাতুব্বর বলেন " নুর মোহাম্মদ মুন্সী ও তার সুমুন্দি ফিরোজ মোল্লার সাথে জমি নিয়ে সমস্যা ছিল। আমরা এলাকার শানিস বর্গ কাগজপত্র দেখে নুর মোহাম্মদ মুন্সীকে জমির দখল বুজিয়ে দেই।তার জমি থেকে ধান কেটে আনার বিষয় সে মিথ্যা অভিযোগ করেছে।আমি তার জমির ধান কাটিনি"।
অভিযুক্ত সাহিদ মাতুব্বর বলেন " নুর মোহাম্মদ মুন্সীর সুমন্দি ফিরোজ মোল্লার নিকট থেকে মরকেচ আনছি জমিতে পাট বুনিয়েছি, ধান বুনিয়েছি ।আমার ধান আমি কেটে আনছি।জমি পাইলে তার সুমুন্দির নিকট পাবে"।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন " জমির ধান কেটে নিচ্ছে এমন অভিযোগে নুর মোহাম্মদ মুন্সী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয় ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।