ফরিদপুর-০৪ (ভাংগা, সদরপুর, চরভদ্রাসন) নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ভাংগা উপজেলা কমিটির সভাপতি, কালামৃধা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট কৃষক নেতা আতাউর রহমান কালুকে।
গত ১০ নভেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ফরিদপুর জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা কেন্দ্রীয় কমিটির নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়।
আতাউর রহমান কালু ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দীর্ঘদিন ধরে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কৃষকের ফসলের মাঠে, শ্রমজীবী মানুষের কর্মস্থলে কিংবা গ্রামীণ জনপদের সমস্যার সমাধানে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ভাংগা উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কৃষক সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত থেকে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় জনগণের নিকট তিনি “কৃষক নেতা কালু ভাই” নামেই অধিক পরিচিত।
ফরিদপুর-০৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করা হলো।
কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথ থেকে মাঠে অবিরাম ছুটে চলা কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির নিবেদিত প্রাণ নেতা আতাউর রহমান কালু ভাইকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় কমিউনিস্ট পার্টি, ভাংগা উপজেলা কমিটিকে জানাই বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা।